Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লামা উপজেলায় “আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-2014” এর উদযাপন কর্মসূচি
বিস্তারিত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

লামা, বান্দরবান পার্বত্য জেলা।

লামা উপজেলায় “আন্তর্জাতিক স্বাক্ষরতা  দিবস-2014” এর বাস্তবায়ন কর্মসূচি


বান্দরবান পার্বত্য জেলায় আগামী 08 সেপ্টেম্বর-2014 তারিখ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর নির্দেশনার প্রেক্ষিতে এ বছর UNESCO কর্তৃক নির্ধারিত থিম “Literacy and Sustainable Development” এর সাথে সামঞ্জস্য রেখে নিন্মোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়।

 

ক। 08 সেপ্টেম্বর 2014 তারিখ সকাল 9.30 টায় উপজেলা প্রশাসনের চত্ত্বর হতে বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হবে। উপজেলার সরকারী/বেসরকারী অফিসের সকল অফিসারবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও কমী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সম্মিলনে র‌্যালী উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক. সবাই হবে স্বাক্ষর আর দক্ষ, একুশ শতকে এই আমাদের লক্ষ্য।

খ. নিরক্ষর থাকবো না, দেশের বোঝা হবেনা।

গ. শিক্ষা শিক্ষা শিক্ষা চাই শিক্ষা ছাড়া হবেনা।

ঘ. লেখাপড়া শিখবো, উন্নত দেশ গড়বো।

ঙ. লেখাপড়া শিখবো, নিরক্ষরতা দূর করবো।

চ. স্কুলে যাওয়া শিশুর কাজ, কেউ রবেনা বাইরে আজ।

ছ. শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো।

জ. লেখাপড়া করবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো।

 

খ। র‌্যালীর শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সরকারী/বেসরকারী অফিসের সকল অফিসারবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও কমী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সম্মিলিত অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

গ। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা তথ্য অফিস এর সহযোগীতায় শিক্ষা/স্বাক্ষরতা সংক্রান্ত প্রামাণ্য চিত্র প্রদর্নের সুব্যবস্থা রাখা হবে। এ বিষয়ে যথাযথ ভাবে বাস্তাবয়নের জন্য সংশ্লিষ্ঠ সকলকে অনুরোধ করা হল।

 

------------------------

উপজেলা নির্বাহী অফিসার

লামা, বান্দরবান পার্বত্য জেলা।

ডাউনলোড
প্রকাশের তারিখ
07/09/2014