Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৩ দিনব্যাপী উপজেলা কৃষি ও ফলদ মেলা-২০১৪ শুভ উদ্ভোধন
বিস্তারিত

“দেশী ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার' স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার” এ শ্লোগানে লামা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা্ প্রশাসনের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষ মেলা-২০১৪ শুভ উদ্বোধন হয়েছে । উপজেলা কৃষি অফিসার এনামুল হকের সভাপতিত্বে অনুস্টিত হয় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান। পাহাড়ি এলাকার সনাতনী জুমচাষের বিকল্প হিসেবে ব্যাপক হারে ফলদ বৃক্ষের বাগান সৃজন করে আর্থ-সামাজিকভাবে সাবলম্বি হওয়ার আহ্বান জানিয়ে জোন কমান্ডার লে.কর্ণেল আলমগীর কবির, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো: আবু তাহের মিয়া ও শরাবান তাহুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শাহীনেওয়াজ, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ব্যবস্থাপক ফেরদৌস করিম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও আদর্শ কৃষক শফিকুর রহমান প্রমুখ। মেলায় পাহাড়ে সমন্বিত কৃষি ও ফলদ বৃক্ষের বাগান সৃজনের নানা পদ্ধতির উদ্ভাবন প্রদর্শনী, নার্সারি স্থাপন, পরিচর্যা, রাসায়নিক ও কীটনাষকের অপ-ব্যবহার রোধ করে জৈব সার প্রস্তুত ও প্রয়োগ এবং রোগ বালাই দমনে প্রাকৃতিক কৌশল উদ্বাবন করে দেশীয় ফলজ বৃক্ষ ফলের রক্ষণাবেক্ষনের নানা দিকনির্দেশনা সম্বলিত ১৬ টি স্টল স্থাপন করা হয়। দেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপ্রচলিত ফলদ ও ভেষজ সমুহের প্রদর্শনীর মাধ্যমে সচেতন নাগরিক গড়ে তোলার পাশাপাশি আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এবারের মেলার আয়োজন সূচনা করা হয়। মেলার আয়োজকগণের সাথে আলোচনায় জানা যায়, জনগনের মাঝে কৃষি বিভাগের সকল তথ্য সহজতর করার লক্ষ্যে তিন দিন ব্যাপী মেলাটির আয়োজন করা হচ্ছে। মেলায় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক সহ সংশ্লিষ্ট সকলকে চাষাবাদের উপর দিকনির্দেশনা দেওয়া হবে এবং মেলাটি মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
01/07/2014