সম্মানিত লামা উপজেলাবাসীকে ঈদ-উল-আযহ ‘র শুভেচ্ছা। আত্মত্যাগের মহান আদর্শ নিয়ে প্রতিবছর আমাদের মাঝে আসে ঈদ-উল-আযহা। পরম করুণাময় আল্লাহ্র নামে মন প্রাণ সপে দিয়ে, সকল বিত্ত- বৈভব ও সম্পদ তারই উদ্দেশে কুরবান করে দেয়ার বার্তা নিয়ে আসে ঈদ-উল- আযহা। ঈদ আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগ আর বিলিয়ে দেয়ার শিক্ষায় কল্যাণময় হোক আমাদের সবার জীবন।
ঈদ মোবারক
সামসুন নাহার সুমি
উপজেলা নির্বাহী অফিসার
লামা, বান্দরবান পার্বত্য জেলা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস